বাংলারজমিন

দোহারে ৯ জেলের কারাদণ্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৭:৪৯ পূর্বাহ্ন

ঢাকার দোহার উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৯ জনের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালতে মোট ৯ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সাথে প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিম খানায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- মাহমুদপুরের আমজাদ হোসেনের ছেলে কাদির (২০), দেবীনগরের মেছের টুনির ছেলে শামসুদ্দিন টুনি (৪৫), সাহেদ মোল্লার ছেলে আয়নাল মোল্লা (৪৮), মধুরচরের আব্দুর রব মাদবরের ছেলে দবির (৩৬) ও রাজিব (৩০), নান্নু খানের ছেলে আল-আমিন (১৮), নারিশা পশ্চিমচরের আ. মান্নানের ছেলে দুদু মিয়া (৪৩), দোহার বাজারের আনোয়ারের ছেলে জোনায়েদ (২৬) ও ফরিদপুরের শেখ ফোমরের ছেলে আশরাফ (৩৪) ।





   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status