বাংলারজমিন

অপপ্রচারের প্রতিবাদে মনোহরগঞ্জে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৭:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্যগণ। গতকাল সকালে হাসনাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যগণ বলেন, ‘চেয়ারম্যান কামাল হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় কুচক্রি মহল তার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে আসছে। ষড়যন্ত্রের মূলহোতারা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেই ক্ষান্ত হয়নি; সম্প্রতি তারা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বলেও তারা অভিযোগ করেন।’ গত বছর দুদকে দায়েরকৃত অভিযোগপত্রে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, নেয়ামতপুর গ্রামের বাসিন্দা নূরে আলমকে অভিযোগকারী হিসেবে উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে নূরে আলম অভিযোগের বিষয়ে অনবগতি প্রকাশ করেন। লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, যারা মদ, জুয়া, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সালিশি বৈঠকের নামে সাধারণ মানুষের ওপর অবিচার, জুলুম, নির্যাতন করে, অবৈধভাবে খাস জায়গা দখলের চেষ্টা করে, বিদ্যুতের নাম ভাঙিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ হাসিলের চেষ্টা করে, তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার বিধায় এসব অপকর্মে জড়িতরা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। জনসাধারণকে ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে কর্ণপাত না করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা ইফসুফ জামান, মহরম আলী, ইউপি সদস্য বকুল বেগম, জমিলা বেগম, মনোয়ারা বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম স্বপনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত উপস্থিত ছিলেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status