বাংলারজমিন

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে চৌমুহনীতে মানববন্ধন

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৭:৩২ পূর্বাহ্ন

 বেগমগঞ্জ উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর পাটোয়ারী বাড়ির চৌমুহনী বাজারের কাঁচাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব গত ১৫ই অক্টোবর ব্যবসায়িক কাজে পঞ্চগড় আড়তে মাল ক্রয়ের জন্য যান। ১৭ই অক্টোবর ব্যবসায়ী আব্দুর রবের মাথাবিহীন দেহ পঞ্চগড়ের স্লুইস গেটের নিচ থেকে তেঁতুলিয়া থানা পুলিশ উদ্ধার করে। ১৮ই অক্টোবর আব্দুর রবের পরিবার তেঁতুলিয়া থানায় গিয়ে তার লাশ শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা করা হয়। যার নং-২৬,৬/১(৩) তাং ১৯.১০.২০১৯ইং। ২০শে অক্টোবর আব্দুর রবের লাশ নোয়াখালীর বেগমগঞ্জের নিজ বাড়িতে নিয়ে আসা হলে বিকাল ৫টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ জঘণ্য নৃশংস হত্যার প্রতিবাদে গতকাল সকাল ১১টায় চৌমুহনী পাবলিক হল হাইওয়ে সড়কে চৌমুহনী বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ আব্দুর রব হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ জলিল চৌধুরী, ব্যবসায়ী নেতা ওমর ফারুক চৌধুরী, এবিএম ফারুক, মোহাম্মদ আবুল কালাম, জাহাঙ্গীর আলম মেম্বার, আব্দুল মান্নান প্রমুখ। মানববন্ধনে অবিলম্বে আব্দুর রব হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে কঠিন শাস্তি ও ফাঁসির দাবি করেন।



 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status