এক্সক্লুসিভ

কর্মীবান্ধব নেতাকে মূল্যায়ন করার আহ্বান কামরানের

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৭:২২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত এবং দুঃসময়ে যারা রক্ত ঘাম এবং মেধা দলের জন্য দিয়েছেন তাদেরকেই নির্বাচিত করতে হবে। তিনি কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা মূল্যায়ন করার আহ্বান জানান। কোন হাইব্রিডকে দলে প্রবেশ করতে দেয়া হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি রোববার রাতে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. গৌসুল আলম গেদুর সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট সনতু দাসের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সদর উদ্দিন চৌধুরী, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য। অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, মহানগর আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স ছদরুজ্জামান, ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সংরক্ষিত কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এখলাছুল মুমিন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে মো. গৌছুম আলম গেদুকে সভাপতি, তাজউদ্দিন লিটনকে সাধারণ সম্পাদক ও আলমগীর আহমদকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status