বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ‘গুপি গাইন বাঘা বাইন’ দিয়ে

কলকাতা প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ১:৩১ পূর্বাহ্ন

২৫তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’ দিয়ে। এ বছরই এই ছবিটির ৫০ তম বৎসর পূর্ণ হচ্ছে। তবে ছবির কোন প্রিন্ট দেখানো হবে তা নিয়ে বিতর্ক তৈরি হলেও পরে ঠিক হয়েছে, সংরক্ষিত ডিজিটাল প্রিন্টই দেখানো হবে। এবারের উৎসবের মূল ফোকাস সেলুলয়েড যুগ। ১৯৬৯ সালে  নিজের দাদু উপেন্দ্র কিশোর রায়চৌধুরির লেখা অবলম্বনে এই সংগীতবহুল ফ্যান্টাসি ছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। আগামী ৮ই নভেম্বর কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবের রজত জয়ন্তী বর্ষ। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড ও টলিউডের তারকাদের হাট বসবে। গত কয়েকবছর ধরে যিনি এই উৎসবের উদ্বোধন করছেন সেই কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনেরই উদ্বোধন করার কথা। তার সঙ্গে থাকবেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ টলিউডের অধিকাংশ তারকাই। তবে কয়েকদিন আগে অমিতাভ হাসপাতালে ভর্তি হওয়ার প্রেক্ষিতে তিনি শেষপর্যন্ত আসতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। উৎসব কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, এবারের উৎসবে থাকছে বিশেষ বিভাগ শতবর্ষে বাংলা ছবি। এই বিভাগে বাংলা ছবির সঙ্গে যুক্ত শিল্পীদের মধ্যে যাদের এ বছর বা আগামী বছর শতবর্ষ হচ্ছে তাদের একটি করে ছবি দেখানো হবে। সেই হিসেবে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ছবি দেখানো হবে। পুরনো বিদেশি  ছবির মধ্যে জে লি থম্পসনের ‘ম্যাকানাস গোল্ড’ ও  স্যাম প্যাকিনপার ‘দ্য ওয়াইল্ড বাঞ্চ’ দেখানোর পরিকল্পনা রয়েছে। দুটিই ১৯৬৯ সালে তৈরি জনপ্রিয় মার্কিন ছবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status