বিনোদন

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হলো বঙ্গবিডি

স্টাফ রিপোর্টার

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ১১:২৭ পূর্বাহ্ন

কিছুদিন পরই শুরু হচ্ছে দর্শকপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির সঙ্গে যুক্ত হলো  দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গবিডি। সম্প্রতি বঙ্গবিডির সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর এই চুক্তি সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান বলেন, শুধু বিনোদনের প্ল্যাটফর্মগুলো গ্লোবাল হলে চলবে না, পাশাপাশি আমাদের কন্টেন্টগুলোও বিশ্ব মানের হতে হবে। আর সেকারনেই উন্নত কন্টেন্টও তৈরী করতে চাই আমরা। এই সিনেমার সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মোস্তফা সরয়ার ফারুকী একজন বিশ্বমানের পরিচালক। আরো আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো জাত অভিনেতা। সেই সাথে এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকা-তিনটি মহাদেশে বিস্তৃত এই সিনেমার প্লট। তাই ‘নো ল্যান্ডস ম্যান’ নিয়ে আমরা অভাবনীয় কিছু আশা করছি। আমরা চাই আমাদের প্রত্যাশাকেও ছাপিয়ে যাক ‘নো ল্যান্ডস ম্যান’-এর সফলতা। এ ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছে বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি ও অস্ট্রেলিয়ান মডেল-অভিনয়শিল্পী মিশেল মেগান। সামনে অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে আরো কিছু চমক আছে বলে জানিয়েছেন নির্মাতা ফারুকী। এ ছবিটি প্রযোজনা করবেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি, মোস্তফা সরয়ার ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল ও শ্রীহরি শাথে। শ্রীহরি ভারতীয় প্রযোজক ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব আর্টসে সহকারী অধ্যাপক। শ্রীহরি শাথে এর আগে ‘এক হাজারি নোট’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। প্রায় দুই দশক হয়ে গেল, মোস্তফা সরয়ার ফারুকী কাজ করছেন বাংলাদেশের মিডিয়া অঙ্গনে। দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে নির্মাতারা এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, তাদের ভেতর একেবারে প্রথম সারিতে অবস্থান এই নির্মাতা। তাঁর নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status