বাংলারজমিন

১৩ বছর পর নীলফামারী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল

নীলফামারী প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৮:৩৮ পূর্বাহ্ন

দীর্ঘ ১৫ বছর পর গতকাল নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নীলফাামারী শিল্প কলা একাডেমি মিলনায়তনে ১২ বছর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়া এ কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন। এড. আলিমুদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম প্রমুখ। ২০০৫ সালে কমিটি গঠনের পর এটাই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম সভা। সদর উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মতে এটা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা বলে মনে করছেন। তৃর্ণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের অভ্যন্তরে জিয়ে থাকা বিরোধ ও কোন্দল ছাড়াও নতুন নেতৃত্ব সৃষ্টির সব পথ রুদ্ধ থাকায় সাংগঠনিক ভাবে স্থবির নীলফামারী জেলা আওয়ামী লীগের মতো সদর উপজেলা আওয়ামী লীগও। এখবর লেখার সময় পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশস চলছিল। এদিকে আজ সোমবার নীলফামারী পৌর আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তোড়জোড় শুরু হযেছে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে ৪-৫ জন প্রার্থী কাউন্সিলারদের ঘুম হারাম করে ছেড়েছেন। একজন যেতে না যেতেই আর একজন এসে হরেক রকম উপঢৌকন হাতে কাউন্সিলারের ঘরের দরজায় টোকা দিচ্ছেন। কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে যেমন উদসাহ উদ্দীপনা দেখা দিয়েছে তেমনি দলীয় নেতা নির্বাচন নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনার। তবে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ আলাল ছাড়াও, সাবেক ছাত্রলীগ ও শ্রমিক নেতা আতিয়ার রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহানুর আলম ছানু ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা মৃণাল কান্তি রায় কোমর বেঁধে নামলেও সভাপতি পদের নেতৃত্ব নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। বর্তমান সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু ছাড়াও ঢাকা বিশ্ব বিদ্যালয় ফজলুল হক হলের সাবেক ছাত্রলীগ সহসভাপতি জাফর সাদেক তুহিন ও আনিছুর রহমান প্রচারণা চালিয়ে গেলেও পৌর আওয়ামী লীগের নেতৃত্বে চমক আসতে পারে বলে জোর গুঞ্জন চাউর হয়ে উঠেছে গোটা শহর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status