বাংলারজমিন

বেগমগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী ও বেগমগঞ্জ প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৮:৩৮ পূর্বাহ্ন

 পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম বলেছেন, বিশ্ব শান্তির অগ্রদূত জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেনেড মেরে যারা হতাহত করেছে খুনি খালেদা ও তারেক চক্রকে বাংলার মানুষ কখনো ক্ষমতায় আসতে দিবে না। এই চক্র কোনভাবে ক্ষমতায় আসলে আবার বাংলার মাটি রক্তরঞ্জিত করে ফেলবে। তাই বিএনপি-জামায়াত জোট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তাদেরকে প্রতিরোধ করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি রোববার সকাল ১০টায় নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয় মাঠে বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধন করেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম খায়রুল আলম সেলিম। এতে সভাপতিত্ব করেন- বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ। এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ কিরণ। এতে আরো বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এম.পি, মোরশেদ আলম এম.পি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শিল্পপতি লায়ন, আতাউর রহমান মানিক, শিল্পপতি এটিএম এনায়েত উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম লিপ্টন, চৌমুহনী পৌরসভা মেয়র আক্তার হোসেন ফয়সল, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস.এমকামাল হোসেন, আওয়ামী লীগ নেত্রী লুৎফুর নাহার মুন্নি, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার চৌধুরী লোটন প্রমুখ। ১৭ বছর পর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি ঘোষণা করা যায়নি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status