বাংলারজমিন

মৌলভীবাজারে ৬ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৮:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ভয়ানক ছিনতাইকারী গ্যাং চক্রের ৬ সদস্যকে রোববার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো- শহরের গোবিন্দশ্রী এলাকার তৈয়ব উল্যাহর ছেলে মো. দুলাল (২৬), সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বশির মিয়ার ছেলে  মো. জাবেদ (২৩), কমলগঞ্জের বাহুলপুর এলাকার শওকত আলী (২০), রাজনগরের ইলাশপুর এলাকার আল আমিন মিয়া (২২), সদরের জগন্নথপুর এলাকার বশির মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও সদরের বিন্দাবনপুর এলাকার গোপল দাসের ছেলে দিলীপ দাশ (২৬)। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই চক্র ছিনতাইয়ের ফাঁদ হিসেবে ব্যবহার করত। এমনকি এই গ্যাংয়ের সরাসরি লিডিং দেন দুই ভাই। একপর্যায়ে ফটোগ্রাফার রিপন পাল (১৯)কে ফটোসেশনের নামে বিভিন্ন পথে ঘুরাফেরা করতে থাকে ওই গ্যাং। গত ২৩শে সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে সিএনজিতে করে কমলগঞ্জের আহমদনগর এলাকার নির্জন স্থানে ফটোগ্রাফারের হাত, পা, মুখ, বেঁধে মারধর করে। এসময় রিপনের ব্যাগে থাকা লক্ষাধিক টাকার মূল্যের ক্যান্‌ন সিক্স হান্ডেড ডি মডেলের ক্যামেরা, ১৬ হাজার টাকার অপ্পো এ-থ্রিসেভেন মডেলের মোবাইল ফোন, মানিব্যাগসহ অর্ধলক্ষাধিক টাকা মূল্যমানের জিনিস ছিনতাই করে ওই গ্যাং সদস্যরা। মাসখানেক পর ফটোগ্রাফার রিপন পাল হারানো ক্যামেরা ফেসবুকে বিক্রির বিজ্ঞাপনে দেখতে পান। সার্বিক ঘটনার বিবরণ দিয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, এই গ্যাং এর মধ্যে একই পরিবারের দুই ভাই আছেন। তারা এর আগেও বিভিন্ন সময় এই ধরনের ঘটনার সাথে জড়িত। পুলিশ অভিযান চালিয়ে ক্যামেরা, মোবাইল, যাবাতীয় মালামাল, সিএনজি, টমটমসহ ৬ জনকে আটক করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status