বাংলারজমিন

বিএম কলেজের হলে বহিরাগতদের বিরুদ্ধে অভিযান

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

২১ অক্টোবর ২০১৯, সোমবার, ৮:০৬ পূর্বাহ্ন

বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হলে পৃথক অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় কয়েকটি কক্ষ সিলগালা করে দেয়া হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, মাদকসেবী, বহিরাগত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আকস্মিক এ অভিযান চালানো হয়। শুরুতে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসে অভিযান চালায় কর্তৃপক্ষ। এ হলের সুপার সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির বলেন, হলে রুম দখল করে বহিরাগতদের মাদকসেবনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় হলের এ ব্লকের ৩১০ ও ৩০১ এবং বি ব্লকের ২১৫নং কক্ষে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আর ২১৫নং কক্ষ থেকে তাস উদ্ধার করা হয়। আপাতত এই কক্ষগুলো সিলগালা করে দেয়া হয়েছে। কারও নামে যদি এই কক্ষগুলো অ্যালটমেন্ট করা থাকে তাহলে পরবর্তীতে সংশ্লিষ্টদের কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং বৈধ কাগজপত্র দেখানোর পর বিবেচনা করা হবে। এ ছাড়া হলে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, এর পরপরই কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল (মুসলিম হল) এবং জীবনানন্দ দাশ হলেও (হিন্দু হল) অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার বলেন, আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। এরপরও আমরা অভিযান চালিয়েছি। হলগুলোর সব শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status