দেশ বিদেশ

জেএমবি’র তিন সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর গাবতলী থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আবদুল্লাহ (২৪), সফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) ও মোস্তফা হোসেন আরিফ (২৫)। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। কাউন্টার  টেররিজম বিভাগ সূত্রে জানা যায়, উওরবঙ্গের একটি  জেলা থেকে বাসযোগে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির কয়েকজন সদস্য সরকার ও রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করার জন্য ঢাকায় আসছেন, এমন  গোয়েন্দা তথ্য  পেয়ে কাউন্টার টেররিজম বিভাগ বুধবার রাত সাড়ে আটটায় গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। কাউন্টার টেররিজম বিভাগের বরাত দিয়ে ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা প্রত্যেকই পুরাতন জেএমবির সদস্য ছিলো। পরবর্তী সময়ে গুলশান হলি আর্টিজান মামলাসহ একাধিক মামলার আসামি সোহেল মাহফুজের মাধ্যমে তারা নব্য জেএমবির দীক্ষা লাভ করেন। তাদের মুঠোফোনে বিভিন্ন অ্যাপস ও প্রোটেকটিভ টেক্সট ব্যবহার করে বিভিন্ন মাধ্যমে নব্য জেএমবি ও বিভিন্ন আর্ন্তজাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা ২০১৭ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সদর হাসপাতালের পাশে মহানন্দা নদীর পাড়ে বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির এক সভায় মহসিন ও বাদরুলের মাধ্যমে ওই সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন বলে জানায়। তারা ওই সভায় উপস্থিত সংগঠনের আরও কয়েকজনের নাম-ঠিকানা প্রকাশ করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status