দেশ বিদেশ

ভুটানের বিচার ব্যবস্থা পরিদর্শন সুপ্রিম কোর্টের ২৮ আইনজীবীর

স্টাফ রিপোর্টার

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:০০ পূর্বাহ্ন

 ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৮ আইনজীবী। বৃহস্পতিবার দুপুরে আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেলো ল’ইয়ার্স এই তথ্য জানান। সংগঠনের  সমন্বয়ক মোহাম্মদ মাসুদ মিয়া সংবাদ সম্মেলনে বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সার্বিক সহযোগিতায় ২৮ জন আইনজীবী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়্যাল ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন। এছাড়া ভুটানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন।
তিনি বলেন, ভুটানের সংসদীয় ব্যবস্থা জানতে ভুটানের সংসদের ডিরেক্টর দুবা এর সঙ্গে বৈঠকে মিলিত হই। বৈঠকে ১৯৭১ সালে বিশ্বের প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে তাদেরকে ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে বাংলাদেশের ঐতিহ্য রিকশা এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ উপহার দেয়া হয়।
মাসুদ মিয়া জানান, সুপ্রিম কোটের্র সিনিয়র জাস্টিস প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) দাসু কিনলে সেরিং-এর নেতৃত্বে সুপ্রিম কোর্টে বিচারপতিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবি এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ তুলে দেয়া হয়।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইনজীবী আব্দুল্লাহ আল হারুন রাসেল, মো. ইফতাবুল কামাল অয়ন, রোকসানা পারভীন কবিতা, তুষার রায়, মো. মেহেদী হাসান, মীনা রানী দে, তামান্না আফরিন, মোহাম্মদ আতিকুর রহমান, ইসমাইল ভূইয়া, মমতাজ মৌ, মোহাম্মদ সাইফুল আলম, জগলুল কবীর প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status