বাংলারজমিন

রূপগঞ্জের ভুলতা ফ্লাইওভারের উদ্বোধন তোরণ খুলতে গিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের উপর থেকে তোরণ খুলতে গিয়ে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এদিকে সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্লাইওভারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফ্লাইওভারের উদ্বোধন উপলক্ষে সেখানে তোরণ স্থাপন করা হয়। ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, বুধবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সে উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্লাইওভারের উপরে কয়েকটি তোরণ স্থাপন করেন। এদিকে রাত সাড়ে ৯টার দিকে লামিয়া ডেকোরেটরের মালিক স্থানীয় বলাইখা এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে দেলোয়ার সেই তোরণ খুলতে যায়। এ সময় তোরণের উপর থেকে দেলোয়ার হোসেন ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ইউএস-বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। কোনো প্রকার আপত্তি না থাকায় লাশ রাতেই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। পারিবারিক আপত্তি না থাকায় অপমৃত্যুর ডায়েরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status