বাংলারজমিন

ফুলবাড়ীতে বেড়িবাঁধের সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৮ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:০২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাবাজার টু প্যাড্ডার মোড় পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন  বেড়িবাঁধে প্রায় তিন কিলোমিটার এলাকায় ৭/৮টি খাল ভরাট ও বাংলাবাজার থেকে আরডিআরএস বাজার পর্যন্ত পাকা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র ছাত্রীরা।
গতকাল সকাল সাড়ে ১০ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের খালের উপর প্রায় পাঁচশতাধিক এলাকাবাসী ও শিক্ষক ছাত্রছাত্রী মিলিত হয়ে খাল ভরাটের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। গত ২০১৭ সালের বন্যায় বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় ধরলা নদীর পানি সামান্য বৃদ্ধি পেলে ওই খাল গুলো দিয়ে লোকালয়ে প্রবেশ করে। ফলে প্রতিবছর ঘরবাড়ী ও ফসলের ক্ষেত ডুবে যায়। নদীর বালু পড়ে নষ্ট হয় ফসলী জমি। তাছাড়া বাংলাবাজার টু প্যাড্ডার মোড় বেড়ীবাঁধের পার্শ্ববর্তী এলাকার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের ফুলবাড়ী ও কুড়িগ্রামের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ওই বেড়িবাঁধটি। কয়েক জায়গায় গভীর খাল হওয়ায় বর্ষাকালে সীমাহীন কষ্ট করে আমাদের যাতায়ত করতে হয়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে খাল ভরাট ও সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি । মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, হামিদুল ইসলাম, ইউপি সদস্য খৈমুদ্দিন, শিক্ষার্থী বিপুল মিয়া, রিপামনি, রওসন আরা, হালিমা খাতুন, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম, আতাউর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status