দেশ বিদেশ

বোনের মেয়েকে অপহরণ, অতঃপর আটক

স্টাফ রিপোর্টার

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৭ পূর্বাহ্ন

 রাজধানীর ডেমরা এলাকা থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)। তার নাম মাহিমা আক্তার লামিয়া। ৫ বছর বয়সী লামিয়া স্থানীয় একটি মাদ্রাসায় প্লে- শ্রেনীতে পড়ে। সে ডেমরা থানার নূর মসজিদ সংলগ্ন বাঁশেরপুল এলাকায় নানা বাড়িতে মায়ের সঙ্গে থাকত। অপহরণের ঘটনায় লামিয়ার খালা শাহিনুর আক্তার (২৬) ও মো শাহীন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ৭ই অক্টোবর লামিয়ার মা লাকি আক্তার তাকে মাদ্রাসায় দিয়ে বাসায় ফেরেন। কিছুক্ষণ পর এক নারী নিজেকে লামিয়ার খালা পরিচয় দিয়ে লামিয়ার সঙ্গে কথা বলতে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অনুমতি চান। মাদ্রাসা শিক্ষক তাকে কথা বলার অনুমতি দিলে ঐ দিন সকাল ৯টায় মাদ্রাসা থেকে কৌশলে লামিয়াকে অপহরণ করে নিয়ে যান ওই নারী। পরে অনেক খোঁজাখুজি করে লামিয়াকে না পাওয়ায় তার মা ডেমরা থানায় গিয়ে একটি জিডি করেন। পরে অপহরণকারীরা লামিয়ার মাকে মুক্তিপণের জন্য ৬০ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে লাকি আক্তার ১০ হাজার টাকা বিকাশে মাধ্যমে অপহরণকারীদের পাঠান। পরে বিষয়টি পুলিশকে জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার বরগুনা সদর থানার ফুলঝুড়ি গ্রাম থেকে লামিয়াকে উদ্ধার করে। আর দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ডিবি জানতে পারে গ্রেপ্তারকৃত ওই নারী লামিয়ার খালা। লামিয়ার মা লাকী আক্তার বলেন, লামিয়ার বাবা বাহরাইন প্রবাসী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার হরিপুর গ্রামে। ৭ই অক্টোবর মাদ্রাসায় মেয়েকে রেখে বাসায় আসলে জানতে পাই আমার বোন পরিচয়ে এক নারী লামিয়াকে মাদ্রাসা থেকে নিয়ে গেছে। এ বিষয়ে ডেমরা থানায় একটি জিডি করি। লামিয়ার বাবা প্রবাসী বিধায় তাকে অপহরণ করে মুক্তিপণের জন্য ৬০ লাখ টাকা দাবী করে। আমাকে মোবাইলে হুমকি ও ভয় দেখায় অপহরণকারীরা। এক পর্যায়ে আমি অপহরণকারীদের একটি বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠাই। মোবাইলে হুমকি ও টাকা পাঠানোর বিষয় পুলিশকে জানালে তারা বরগুনা থেকে আমার মেয়েকে উদ্ধার করে। এবং দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দু’জনের মধ্যে আমার নিজের বোন রয়েছে। যে টাকার জন্য আমার মেয়েকে অপহরণ করেছে। ভিকটিম লামিয়ার মা লাকি আক্তার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা করেছেন। পুলিশ আসামীদের আদালতে সাত দিন রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইত্যোমধ্যে শিশু লামিয়া আদালতে জবানবন্দী দিয়েছে। বর্তমানে লামিয়াকে আদালত তার মায়ের হেফাজতে দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status