বাংলারজমিন

দুর্গাপুরে নবীন লীগ সভাপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নেত্রকোনা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

পূর্ব শত্রুতার জের ধরে দুর্গাপুর উপজেলা নবীন লীগের সভাপতি মো. কাওসার তালুকদারকে (২১) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরের পুলিশ মোড়ে। এ ঘটনায় দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি চণ্ডিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ওরফে আবুচাঁন, তার ছেলে জুলহাস, নাতি পরশকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা  গেছে, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারের ছোট ভাই দক্ষিণপাড়া এলাকার মরহুম আলাল উদ্দিন তালুকদারের ছেলে দুর্গাপুর উপজেলা নবীন লীগের সভাপতি মো. কাওসার তালুকদারের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ওরফে আবু চাঁনের নাতি মোক্তারপাড়া এলাকার সুসং ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাহসের (২২) বিরোধ চলে আসছিল। এরই জের ধরে একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশের মোড়ে মোটরসাইকেলের গ্যারেজের দোকানের সামনে কাওসারকে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল  আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করছে। এ সময় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে  দুর্গাপুর উপজেলা সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status