দেশ বিদেশ

১০ লিটার তেলে ৫৪০ মিলি কম পেট্রোল পাম্প সিলগালা

অর্থনৈতিক রিপোর্টার

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

১০ লিটার তেলে ৫৪০ মিলি লিটার কম দেওয়ার দায়ে  মিরপুরের শাহ্‌ আলীবাগ এলাকার মেসার্স স্যাম এসোসিয়েটস লিমিটেড পেট্রোল পাম্প সিলগালা করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি পেট্রোল পাম্পটির বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। গতকাল বিএসটিআই-এর সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে পলিচালিত অভিযানে পেট্রোল পাম্পটির বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে বিএসটিআই এই তথ্য জানায়। অভিযানে আরও অংশ নেন বিএসটিআইয়ের পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. বিল্লাল হোসেন।
বিজ্ঞপ্তিতে জানায়, মিরপুর-২-এর মেসার্স স্যাম এসোসিয়েটস লিমিটেড প্রতিদিন গড়ে আনুমানিক ৩৬ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করে। স্যাম এসোসিয়েটসের ৪টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৪০ মিলি লিটার, ৫৩০ মিলি লিটার, ৫২০ মিলি লিটার ও ৫০০ মিলি লিটার তেল কম পাওয়া যায়। এছাড়া ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৪০ মিলি লিটার ও ৪১০ মিলি লিটার অকটেন কম এবং ২টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলি লিটার ও ৪৭০ মিলি লিটার পেট্রোল কম দেয়া  হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগরীর উত্তরা ও গাজীপুর এলাকায় বিএসটিআই অভিযান পরিচালনা করে আরো ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। ৩টি প্রতিষ্ঠানের মধ্যে উত্তরার আজমপুর এলাকার মেসার্স কসমো ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার। প্রতিষ্ঠানটির দু’টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৪০ মিলি লিটার অকটেন ও চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৫০ মিলি লিটার, ১২০ মিলি লিটার, ১৯০ মিলি লিটার ও ২০০ মিলি লিটার ডিজেল কম দেয়া হয়।
এছাড়া উত্তরা তুরাগ এলাকার মেসার্স লতিফ এন্ড কোং ফিলিং স্টেশন অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মিলি লিটার এবং দুইটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলি লিটার ও ১৭০ মিলি লিটার তেল কম দেয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গাজীপুরের চন্দ্রা এলাকার মেসার্স মুন স্টার ফিলিং স্টেশনের একটি অকটেন ও একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলি লিটার ও ৭০ মিলি লিটার তেল কম দেয়া এবং ৪টি গিলবার্কো ডিসপেন্সিং ইউনিট অবৈধভাবে ব্যবহার করে আসছে। এ ধরনের কার্যক্রমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একই আইনে মামলা দায়ের করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status