দেশ বিদেশ

সিলেটে ইমাম সমিতির ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বক্তাগণ বলেন, দেশে যৌন নির্যাতন, ধর্ষণ, খুন, সন্ত্রাস, মদ, জুয়া অসামাজিক কার্যকলাপ দিন দিন বৃদ্দি পাচ্ছে। কলেজ, বিশ্ববিদ্যালয় গুলোতে মাত্রারিক্ত সন্ত্রাসী কার্যক্রম চলছে। দেশপ্রেমিক মেধাবীদের উপর আজ কুচক্রী মহল মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। দেশের ভাবমূর্তি আজ প্রশ্নবিদ্ধ। একটি মহল মসজিদের নগরী ঢাকাকে মদ, জুয়া ও পতিতার আড্ডা খানায় পরিণত করতে কাজ করে যাচ্ছে। অবৈধভাবে সম্পদ অর্জন করে টাকা বিদেশে পাচার করছে। প্রভাবশালী নেতাদের ছাত্র-ছায়ায় সন্ত্রাসীরা এসব কাজ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। যাবতীয় অপরাধ দমনে এখনই সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান ইমাম নেতৃবৃন্দ। ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন কারী মাওলানা শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা নূর আহমদ কাশেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা ছুহাইর আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা শুয়াইবুর রহমান, মাওলানা লিয়াকত হুসাইন, মাওলানা নূরুল হক, মাওলানা মিছবাহুজ্জামান, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানাআব্দুর হাই, মাওলানা হাফিজ জাদুল ইসলাম, মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা আবিদ হাসান, মাওলানা হাফিজ শিহাবুদ্দীন, মাওলানা মুতাহির হুসাইন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা রহম উল্লাহ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর হুসাইন, মাওলানা শরফ উদ্দিন, মাওলানা আব্দুর রহিম প্রমুখ। গতকাল মঙ্গলবার মধুবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিতে আগামী ২৬ অক্টোবর ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল নাইওরপুলস্থ হোটেল সিলভিউ-এ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জীর আশু রোগমুক্তি, সিলেট বেতারের প্রথম কারী বদর (র.) এর রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিসবাহ উদ্দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status