বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে জমজমাট জুয়ার আসর

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১৭ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন, অলিপুর কলোনি এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে জমজমাট জুয়ার আসর। এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি ওই স্থানগুলোতে জমে ওঠে এসব জুয়ার আসর। এতে বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। এ জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। রাতভর জুয়া খেলে শূন্য পকেটে সকালে বাড়ি ফিরে জুয়াড়িরা।
সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বর এলাকা, রেলওয়ে স্টেশনের নিজগাঁও এলাকা, অলিপুরের কলোনি, উবাহাটাসহ বিভিন্ন স্থানে তিন তাস, ওয়ানটেন, চক্রবোর্ড, গাফলাসহ বিভিন্ন জুয়া খেলার সরঞ্জাম বসিয়ে এসব জুয়া খেলা চলে রাতভর। জুয়া খেলার পাশাপাশি সেবনসহ চলে মাদক ব্যবসা। এর প্রভাবে একদিকে ধ্বংস হচ্ছে যুবসমাজ অন্যদিকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে চুরি, ডাকাতিসহ ছিনতাই হাইজ্যাক। এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়ে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি ধ্বংস হয়ে যাচ্ছে অনাগত ভবিষ্যৎ। এ ব্যাপারে আলাপকালে চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান জানান, কিছুদিন পূর্বে উবাহাটার আলী আকবরের বাড়ির জুয়ার আস্তানা থেকে হাতেনাতে ৮ জুয়াড়িকে আটক কর হয়। পরে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলে প্রেরণ করে। তবে পুলিশ এ ব্যাপারে নজর রাখছে, ওই জুয়াড়িরা যদি আবার তৎপর হয়ে উঠে তবে পুলিশ আবার ব্যবস্থা নেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status