বাংলারজমিন

কিশোরগঞ্জে ধান ক্ষেতে নবজাতককে ফেলে গেল মা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০৬ পূর্বাহ্ন

 সদ্যজাত শিশুটিকে ফেলে রাখা হয়েছিল একটি ধান ক্ষেতে। কান্না শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। জন্মদাতা বাবা-মায়ের কাছে হয়তো ফেলনা আর অসম্মানের মনে হয়েছিল শিশুটিকে। হয়তো কাজ করছিলো সমাজ আর লোকলজ্জার ভয়! ধান ক্ষেতে ফেলে রেখে যাওয়ার সময় জন্মদাত্রী মায়ের দু’চোখ কি অশ্রুসিক্ত হয়নি। এমন পৈশাচিকতা মানুষই দেখিয়েছিল! তবে রাতের আঁধার ভেদ করে ভোরের রেখা ফুটতেই শিশুটিও পেয়েছে নবজীবনের পরশ। কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পুরুড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ধান ক্ষেতে কাঁদছিল শিশুটি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নবজাতকের কান্না শুনে গ্রামের সুফিয়া খাতুন নামে এক নারী খোঁজেন কান্নার উৎস। পরে তিনি পাশের ধান ক্ষেতে গিয়ে দেখতে পান, সদ্যোজাত ফুটফুটে এক শিশু সেখানে পড়ে রয়েছে। পরম মমতায় তিনি বাচ্চাটিকে কোলে তুলে নেন। বাড়িতে নিয়ে গিয়ে শুরু করে শিশুটির সেবা-শুশ্রুষা। ধান ক্ষেতে নবজাতক পাওয়ার খবরে এলাকাবাসী তার বাড়িতে ভিড় করেন। বাড়িতে নেয়ার পর থেকেই শিশুটি স্নেহ কাড়ে সবার। ঠাঁই পায় এক কোল থেকে আরেক কোলে। স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে সুফিয়া খাতুন ধান ক্ষেতে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি ছুটে গিয়ে মাতৃস্নেহে কোলে তুলে নেন শিশুটিকে। নবজাতক এই ছেলে শিশুটিকে জন্মের পরই মা ফেলে রেখে গেছেন বলে এলাকাবাসী ধারণা করছেন। অনেকেই শিশুটিকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ধান ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে শিশুটিকে দুপুরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়।
এ ব্যাপারে তাড়াইল থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, সুফিয়া খাতুনের পরিবারের কাছ থেকে শিশুটির খবর পেয়ে তাঁরা শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের তত্ত্বাবধানে রেখেছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, উদ্ধারের সময় শিশুটির বয়স একদিন বা দেড়দিন হবে। তিনি বলেন, শিশুটির বিষয়ে সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হয়েছে। বুধবার সমাজসেবার কর্তৃপক্ষের মাধ্যমে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান কুড়িয়ে পাওয়া এ শিশুটির বিষয়ে তিনি জেনেছেন জানিয়ে বলেন, শিশু আইন-২০১৩ অনুযায়ী স্থানীয় শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সাময়িকভাবে কাউকে পরিচর্যার জন্য দেওয়া হবে। বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিশুটিকে স্থায়ীভাবে কাউকে হস্তান্তর বা ছোটমণি নিবাসে পাঠানোর জন্য আদালতের সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত ফয়সালা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status