বাংলারজমিন

দুই মাসে ৩১৩ মামলা

সীতাকুণ্ডে মহাসড়কে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:০৩ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কমছে দুর্ঘটনা ও বাড়ছে চালকদের সচেতনতা। গতকাল সকাল ১১টায় মহাসড়কের কুমিরা এলাকায় দায়িত্বরত কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মোঃ সাইদুল ইসলাম মানবজমিনকে জানান, সরকার কর্তৃক প্রদত্ত RFID মেশিন গাড়ির নম্বর প্লেটের সামনে ধরলেই কাগজপত্র হাল নাগাদ দেখা যায় ও স্পিড গানের সাহায্যে দূর থেকে গাড়ির গতিসীমা মাপা যায়। ডোপ মেশিনের সাহায্যে কোনো চালক মাদকাসক্ত কিনা তা সহজেই নির্ণয় করা যায়। তিনি আরো জানান, এই অত্যাধুনিক যন্ত্রাপাতি ব্যবহারের ফলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ মাদকাসক্ত ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে। গত দুই মাসে ৫০টি সিএনজি ট্যাক্সির বিরুদ্ধে সহ মোট ৩১৩টি মামলা হয়েছে। ফলে দুর্ঘটনা কমে এসেছে। এছাড়াও মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status