বিনোদন

তিন আন্তর্জাতিক উৎসবে ‘আমরা একটা সিনেমা বানাবো’

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৩:৪৭ পূর্বাহ্ন

কলম্বিয়া, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্র ‘আমরা একটা সিনেমা বানাবো’। এটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির। তিনি এ বিষয়ে জানান, আগামী ১৬ থেকে ২২শে অক্টোবর পর্যন্ত কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য ‘৩৬তম বোগোতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ১৯ শে অক্টোবর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ‘লা রাঁবো দ্যু সিনেমা’ এবং ১৯ থেকে ২১ শে অক্টোবর ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ‘চলচ্চিত্রে শব্দ ও সংগীত বিষয়ক আন্তর্জাতিক উৎসব’-এ প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের এই চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে গত ১৯ শে মে সেন্সর সার্টিফিকেট পেয়েছে এবং গত ১৬ই আগস্ট কানাডার ‘রেজিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ চলচ্চিত্রটির ওয়াল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ সাদাকালোয় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী গড়ে  উঠেছে এমন এক জনপদকে ঘিরে, যেখানে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধী শক্তির আবার মাথাচাড়া দিয়ে ওঠা রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের মধ্যে কয়েকজন নিষ্পাপ মানুষের সিনেমা নিয়ে বিপ্লবী হয়ে ওঠা এবং স্বপ্ন-স্বপ্নভঙ্গের গল্প রয়েছে।  চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুমনা সোমা, স্বাধীন খসরু, মাসুম আজিজ, প্রাণ রায়,আয়শা মুক্তি, তেরেসা চৈতি,  এলিনা শাম্মী, অরণ্য রানা, দুখু সুমনসহ চার হাজার অভিনয়শিল্পী। সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। চিত্রগ্রহণ করেছেন মোহম্মদ আশরাফুল, সমর ঢালী ও সাব্বির।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status