বিনোদন

‘মেড ইন বাংলাদেশ’-এ ফরাসী সৌরভ

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ২:১৭ পূর্বাহ্ন

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার। ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসব দিয়ে ইউকে প্রিমিয়ার। আর  ফ্রান্সের সা জ দ্যু লুস চলচ্চিত্র উৎসব দিয়ে ফরাসী সৌরভ পেলো রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’। ষষ্ঠবারের মতো ফ্রান্সে আয়োজিত এ উৎসবে ওম্যানস ইন্টারপ্রিটেশন অ্যাওয়ার্ড পেয়েছেন চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। উৎসবে মোট আটটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালে পরিচালকের সঙ্গে ‘মেড ইন বাংলাদেশ’ ছবির প্রতিনিধিত্ব করেছেন শিমু। সেখানে ৭ ও ৮ই অক্টোবর সিনেমা প্রদর্শনের পর দর্শকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন তারা। প্রথম ছবি ‘মেহেরজান’ এবং দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’-এর পর এটি রুবাইযয়াত হোসেনের তৃতীয় ছবি। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাক শ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’ ছবিতে। ছবিটিতে আরো অভিনয় করেছেন নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী। ছবিটি প্রযোজনা করেছে ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল ও বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status