খেলা

টিকিট বিক্রিতে ধুম কলকাতায়

স্পোর্টস রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৯:১৮ পূর্বাহ্ন

আগামীকাল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে গ্রুপ ‘ই’- এর ম্যাচে ভারতের বিপক্ষে  খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে দু’দিন আগে কলকাতা পৌঁছেছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিক ভারতে ভেন্যুর শহর কলকাতায় এসেছে গতকাল। ভারতের বিশ্বকাপের ক্যাম্প চলছে গৌহাটিতে। সেখান থেকে গতকাল দুপুওে কলকাতায় পৌঁছায় সুনীল ছেত্রী, গুরপ্রিত সিংরা। ভারত দেরি করে এলেও টিকেট বিক্রি কিন্তু থেমে নেই। ৮৫ হাজার ধারণক্ষমতার সল্টলেট স্টেডিয়ামে অর্ধেকের বেশি টিকেট বিক্রি হয়ে গেছে এরইমধ্যে। কাতারকে আটকে দিয়ে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছে ভারত। তারপর থেকে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়েছে এপার বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে। পাঁচটি ক্যাটাগরি ১০০, ১৫০, ২০০, ৩০০ এবং ৪৯৯ টাকা টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে ও স্টেডিয়ামের কাউন্টারে।  যারা অনলাইনে টিকেট কিনেছেন তারাও সল্ট লেকে ৪ নম্বর গেটের কাউন্টার  থেকে টিকিট সংগ্রহের জন্য ভিড় করছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status