বিনোদন

ভেঙে ফেলা হচ্ছে রাজমণি হল

স্টাফ রিপোর্টার

১৪ অক্টোবর ২০১৯, সোমবার, ৭:৪৩ পূর্বাহ্ন

একের পর এক রাজধানীর পুরনো প্রেক্ষাগৃহগুলো ভেঙে ফেলা হচ্ছে। এরমধ্যে অনেক সিনেমা হলের মালিক পুরনো সিনেমা হল ভেঙে সিনেপ্লেক্স তৈরির পরিকল্পনা করছেন। কেউবা প্রেক্ষাগৃহ ভেঙে শপিং মল, দোকান কিংবা অন্য কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। এরই ধারাবাহিকতায় এবার ভাঙা হয়েছে রাজধানীর কাকরাইলস্থ ৩৭ বছরের পুরনো রাজমণি সিনেমা হল। গতকাল সকাল থেকেই মেশিন, সার্ভার খুলে শুরু হয় হল ভাঙার কাজ। উল্লেখ্য, ১৯৮২ সালে রাজমণি সিনেমা হল নির্মাণ করা হয়। এ প্রেক্ষাগৃহের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি। তবে দীর্ঘদিন রাজমণি সিনেমা হলের দায়িত্বে ছিলেন শহীদুল্লাহ। তিনি গতকাল বিকালে মানবজমিনকে বলেন, গত শুক্রবার থেকে ‘রাজমণি’ সিনেমা হলের শো বন্ধ করে দেয়া হয়েছে। ১৯৮২ সালে সিনেমা হলটি চালু করি আমরা। বর্তমান সময়ে সিনেমা হলের ব্যবসা মন্দের কারণে এটি বন্ধ করে দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে পাশের ‘রাজিয়া’ সিনেমা হলটিও বন্ধ করে দিব আমরা। সিনেমা হল ভেঙে এখানে অফিস ভাড়া দেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status