বাংলারজমিন

দেবপাড়া ইউপির উপনির্বাচন

ত্রিমুখী লড়াই, ৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে

১৩ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:১৭ পূর্বাহ্ন

 রাত পোহালেই ভোট। গতকাল প্রচার প্রচারণা শেষ হয়েছে। শেষ দিনের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী আ.ক.ম. ফখরুল ইসলাম কালাম ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মুহিত চৌধুরীর সমর্থনে বিশাল শোডাউন হয়েছে। নিরব ভোটারের পুঁজি নিয়ে আশার আলো দেখছেন সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন। এই তিনজনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আগামীকাল সোমবার উপ-নির্বাচনে ১৮২৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০৪৮ মহিলা ভোটার রয়েছেন ৯২৬৬ জন। মোট ৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। শান্তি পূর্ণ নির্বাচনের নিমিত্তে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। ৯টি কেন্দ্রের প্রত্যেকটিতে এসআই ও এএসআইর নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার, ৪ জন করে মহিলা আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫টি মোবাইল কোর্ট, ১টি স্ট্রাইকিং ফোর্স শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার নিমিত্তে নিয়োজিত থাকবে। এছাড়াও হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন সূত্রে প্রকাশ, গত ২০১৬ সালের ২৮শে মে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রয়াত এডভোকেট জাবেদ আলীর মৃত্যুতে চলতি বছরের ১৭ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়। উপ-নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে মাঠে গণসংযোগ করেন আব্দুল মুহিত চৌধুরী। তার প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে সরব রয়েছেন আওয়ামীলীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আ ক ম ফখরুল ইসলাম কালাম। মরহুম প্রয়াত অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া এবং প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদগাজীর নিজ ইউনিয়ন হিসেবে দেবপাড়া ইউনিয়নের বিশেষ মর্যাদা রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ওই ইউনিয়নের উপ-নির্বাচনকে জাতীয় রাজনীতির পুরোধা দুই পরিবারের প্রেস্টিজ ইস্যু হিসেবে দেখা হচ্ছে। এরই অংশ হিসেবে বর্তমান সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজীর নির্দেশনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী নৌকার বিজয়ে ব্যাপক গণসংযোগ করেন। অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে অভিহিত করে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আ.ক.ম. ফখরুল ইসলাম কালাম। কেন্দ্রগুলো হচ্ছে, আইনগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্র, দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এবং উত্তর দেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। উল্লিখিত তিনটি কেন্দ্রই আওয়ামী লীগ প্রার্থীর ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ওদিকে, সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালামের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে পরিচিত ২ ও ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও সদ্য প্রয়াত চেয়ারম্যান পুত্র সুমনের ৬ নং ওয়ার্ডভুক্ত ভরারী সদরঘাট ভোট কেন্দ্রকেও নজরদারির আওতায় রাখা হয়েছে। নির্বাচনে আ ক ম ফখরুল ইসলাম কালামকে (আনারস) প্রয়াত দুই বারের চেয়ারম্যান অ্যাডভোকেট মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল আহমদ (ঘোড়া), মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে অংশ গ্রহণ করছেন।




 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status