বাংলারজমিন

কুমিল্লা মডার্ন হাইস্কুলের অচলাবস্থা নিরসনের দাবি এমপি সীমার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৩ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:০৯ পূর্বাহ্ন

‘কুমিল্লা নগরীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা মডার্ন হাইস্কুলটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলে নিয়ে নানা ষড়যন্ত্রের মাধ্যমে একটি মহল দুর্নীতি ও অনিয়ম সংঘটিত করে নানা অজুহাতে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। এছাড়া নানা অনিয়ম-অব্যবস্থাপনার কারণে স্কুলের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়াসহ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।’ গতকাল দুপুরে নগরীর ঠাকুরপাড়া এলাকার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এমন অনেক অভিযোগ সাংবাদিকদের নিকট তুলে ধরেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১০ এর এমপি আঞ্জুম সুলতানা সীমা। এমপি আঞ্জুম সুলতানা সীমা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা অ্যাড. আফজল খানের মেয়ে। এমপি আঞ্জুম সুলতানা সীমা লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তার বাবা নিজ উদ্যোগে কোটি কোটি টাকা ব্যয় করে ১৯৯৩ সালে মডার্ন হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন। ওই স্কুলে শিক্ষার্থী বাড়তে থাকলে চার ও পাঁচতলা বিশিষ্ট একাধিক ভবনসহ স্কুলটিতে একশটি কক্ষ নির্মাণ করেন। শিক্ষা-সংস্কৃতি খেলাধুলাসহ নানা ক্ষেত্রে স্কুলটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ব্যাপক খ্যাতি অর্জন করে। ২০১৬ সাল পর্যন্ত এসএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে এ স্কুল কুমিল্লা বোর্ডের সেরা তালিকায় ছিল। তিনি বলেন, ওই সালে প্রভাব খাটিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ মহল স্কুলটির নিয়ন্ত্রণ নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে। পরে ওই কমিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যের নামের তালিকা থেকে তাঁর বাবা ও ভাইয়ের নাম বাদ দেয়। এসময়ে স্কুলটিতে শিক্ষার মানসহ ফলাফলে নিম্নমুখী হতে শুরু করে। এ বছর এ স্কুলের ২১ শিক্ষার্থী এসএসসিতে ফেল করেছে। বক্তব্যে আরও বলা হয়, স্কুলটিতে শিক্ষক ছাঁটাই, নিয়োগ বাণিজ্যসহ কতিপয় শিক্ষকসহ সংশ্লিষ্টরা নানা অজুহাতে শিক্ষার্থীদের নিকট থেকে লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে নেয়। এভাবে শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়ায় নগরীর কিশোর অপরাধী চক্রের ঈগল গ্রুপের হাতে এ স্কুলের ৩ জন শিক্ষার্থী প্রাণ হারায়। এছাড়া ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার অজুহাতে এবং বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে বিনা নোটিশে ১৯ জন শিক্ষক-কর্মচারী বের করে দিয়ে নতুন করে জনপ্রতি ৩ লাখ টাকা করে নিয়ে ২৯ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে ৮৭ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করা হয়। এভাবে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়াসহ এ প্রতিষ্ঠানটিতে এখন অচলাবস্থা বিরাজ করছে। এসব অচলাবস্থা নিরসন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা অ্যাড. আফজল খান, তাঁর পত্নী ও স্কুলের সাবেক প্রধান শিক্ষক নারগিস সুলতানা, তাঁর ছেলে এফবিসিসিআই পরিচালক মাসুদ পারেভজ খান ইমরান, আওয়ামী লীগ নেতা পাপন পাল প্রমুখ। এসব বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আজহারুল ইসলাম বলেন, মডার্ন হাইস্কুলের ব্যবস্থাপনা কমিটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। আগামী ১৪ই অক্টোবর এ মামলার রায়ের তারিখ ধার্য রয়েছে। আদালতের রায়ের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status