দেশ বিদেশ

এমপি হিসেবে শপথ নিলেন এরশাদপুত্র সাদ

সংসদ রিপোর্টার

১১ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:০০ পূর্বাহ্ন

 রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ) সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। গতকাল দুপুর ১২টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই শপথবাক্য পাঠ করান। এ সময় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। গত ৫ই অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সাদ এরশাদ জাতীয় পার্টির লাঙল প্রতীকে বিজয়ী হন। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পান ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পান ১৬ হাজার ৯৪৭ ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার মৃত্যু হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৪ই জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মারা যান।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status