বিনোদন

প্রকাশ হচ্ছে নতুন অ্যালবাম

সংগীতে তিমির নন্দীর ৫০ বছর পূর্তি

স্টাফ রিপোর্টার

১১ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৮:৫৬ পূর্বাহ্ন

অস্ত্র দিয়ে নয়, কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তার ভূমিকাও তাই অসামান্য। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে গলা ছেড়ে গেয়েছেন। মুক্তিকামী যোদ্ধাদের দিয়েছেন অনুপ্রেরণা। বলা হচ্ছে বরেণ্য সংগীতশিল্পী তিমির নন্দীর কথা। খ্যাতিমান এই শিল্পীর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্তি হয়েছে এ বছর। ১৯৬৯ সাল থেকে তিনি নিয়মিত গান করে যাচ্ছেন। বর্ণাঢ্য এই সংগীত জীবনের সুবর্ণ জয়ন্তীতে নতুন একটি অ্যালবাম নিয়ে আসছেন তিমির নন্দী। যার নাম দিয়েছেন ‘মেঘলা দু’চোখ’। জি সিরিজের ব্যানারে আজ প্রকাশ হচ্ছে অ্যালবামটি। তিমির নন্দী বলেন, দীর্ঘ ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এর আগে ২০০৯ সালে আমার সংগীত জীবনের ৪০ বছর পূর্তিতে একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম। এবারের অ্যালবামে মোট ১৪টি গান থাকছে। সবক’টি গানই মৌলিক আধুনিক। ‘মেঘলা দু’চোখ’ অ্যালবামে থাকা গানগুলোর শিরোনাম- ‘দুটি পাখি মিলে বাঁধে’, ‘ভালোবেসে সবাই যদি’, ‘আমার মেঘলা দু’চোখ’, ‘সিঁদুরে মানায় ভালো’, ‘যখন ডেকেছি কাছে’, ‘জীবনের বাঁকে যদি’, ‘ঐ দুটি চোখ’, ‘শুধু মন ছুঁয়ে যায়’, ‘ও নদী তোরই বুকে চলেছি’, ‘কতবার মনকে বলেছি’, ‘তুমি ছিলে এই জীবনে’, ‘কেঁদো না সেদিন তুমি’, ‘এই হৃদয় ছুঁয়ে’ ও ‘তুমি চলে গেছো’। গানগুলো লিখেছেন আয়েত হোসেন উজ্জ্বল, খোকন সিরাজুল ইসলাম, মো. রফিকুল হাসান, জাহিদ খান, হারুন মো. আফজাল, সৈকত বিশ্বাস, এস এম আবদুর রহিম, ইমতিয়াজ ইকরাম, হামিদুল্লাহ দুলাল ও আলী আসকার নুটু। একটি ছাড়া বাকি ১৩টি গানের সুর করেছেন তিমির নন্দী নিজেই। অ্যালবামের সব গানের রেকর্ডিং হয়েছে কলকাতার ধ্বনি স্টুডিওতে। গানগুলোর সংগীতায়োজন করেছেন বুদ্ধদেব গাঙ্গুলী। যিনি সলিল চৌধুরীর সহকারী ছিলেন। তিমির নন্দী বলেন, রেকর্ডিংয়ের সময় বুদ্ধদেব গাঙ্গুলীসহ আরো যারা ছিলেন, তারা প্রত্যেকেই গানগুলোর প্রশংসা করেছেন। তারা বলেছিলেন, বহু বছর পর ভালো কিছু বাংলা গানের সঙ্গে বাজালাম। আমি কেমন গেয়েছি সেটা মুখ্য বিষয় নয়। গানগুলোর কথা এবং যেই মেজাজ, সেটাতে তারা মুগ্ধ হয়েছেন। এদিকে ‘মেঘলা দু’চোখ’ অ্যালবামের প্রকাশনা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রকাশনা। এতে উপস্থিত থাকবেন সাবেক সেনা প্রধান লে. জে. হারুনুর রশীদ বীর প্রতীক, নাট্যজন পীযুষ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী সাদিয়া আফরীন মল্লিক ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবায়দুল করিম এমপি। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখবেন আমরা সূর্যমুখী’র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status