অনলাইন

রাঘববোয়ালদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হলে অভিযানের সুফল পাওয়া যেতে পারে

তামান্না মোমিন খান

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ২:০৩ পূর্বাহ্ন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশলার বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহি পরিচালক  ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ছাত্র সংগঠন কেন্দ্রিক অভিযান চলার মধ্যেও সরকার সমর্থনপুষ্টদের দ্বারা বুয়েটের ছাত্র হত্যার ঘটনা হতাশাজনক। মানুষ প্রত্যাশা করেছিল সরকার সমর্থিত ছাত্র সংগঠন কেন্দ্রিক অভিযান চলার ফলে এখন হয়তো ছাত্রলীগের মধ্যে শঙ্কা, ভয় বা সচেতনতা সৃষ্টি হয়েছে। কিন্তু সেটি হয়নি- এটা বোঝা গেল বুয়েটের ছাত্র হত্যার ঘটনায়।

তিনি বলেন, অভিযান যে ব্যাপক বা গভীরভাবে বিস্তৃত হচ্ছে না, এই হত্যাকা- তার দৃষ্টান্ত। ছাত্র সংগঠনগুলোর এই ধরনের অপরাধ প্রবণতা সংস্কৃতির অংশ হয়ে গেছে।
ইফতেখারুজ্জামান মানবজমিনকে আরও বলেন, যে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে, এটির উপকারিতা দেশবাসীকে পেতে হলে সরকারকে তিনটি জিনিস কার্যকর করতে হবে। প্রথমত, প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন শূণ্য সহিষ্ণুতাকে গুরুত্ব দিবেন। সত্যিকার অর্থেই শূণ্য সহিষ্ণুতাকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত তিনি বলেছেন কাউকে ছাড় দেয়া হবে না। আর তৃতীয় হচ্ছে নিজের ঘর থেকেই শুরু করতে হবে। সবকিছুর কেন্দ্রমূল হচ্ছে ক্ষমতা। সে বিষয়য়টি মনে রেখে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে হয়তো সুফল পাওয়া যাবে। কিন্তু সেটা কতটুকু সম্ভব সেটা অবশ্য বলা কঠিন। দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা এত বেশি যে স্বল্প সময়ে এত বড় সমস্যার সমাধান হয়ে যাবে এটা আশা করা কঠিন। যেটা করা উচিত সেটা হলো এক ধরনের কৌশল নির্ধারণ করা উচিত। উচ্চপর্যায়ে যারা আছেন যাদের রাঘববোয়াল বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যদি কার্যকর ব্যবস্থা নেয়া হয় তাহলে অভিয়ানের সুফল পাওয়া যেতে পারে। অন্যথায় এই অভিযান  রোগের লক্ষণ হয়ে থাকবে চিকিৎসা হবে কিন্তু রোগের গভীরে যাওয়া যাবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status