অনলাইন

আবরার হত্যার তীব্র নিন্দা অধিকারের

স্টাফ রিপোর্টার

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণসহ দেশে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ পরিস্থিতিকেই আবার তুলে ধরেছে বলে মনে করে মানবাধিকার সংগঠন অধিকার। সংস্থাটি এক বিবৃতিতে বলে, দায়মুক্তির সংস্কৃতির কারণে এই ধরণের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার কোনো প্রতিকার হচ্ছে না। এতে বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় দেশে প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠিত হয়নি। এমনকি স্থানীয় সরকার নির্বাচনগুলোও ছিলো নিয়ন্ত্রিত। এই সুযোগে সরকার নিবর্তনমূলক আইন প্রণয়ন ও প্রয়োগ করে আইনপ্রয়োগকারী সংস্থা এবং সরকারদলীয় দুর্বৃত্তদের মাধ্যমে ভিন্নমতাবলম্বীদের ব্যাপকভাবে দমন করছে। অধিকার আবরার হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে এবং বিরাজমান বিচারহীনতা ও ভয়ের সংস্কৃতির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status