খেলা

খেলা শুরু সন্ধ্যা ৭টায়

এশিয়ার সেরাদের হারাতে চান জেমি ডে

স্পোর্টস রিপোর্টার

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৫ পূর্বাহ্ন

ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতারের (৬২) চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ (১৮৭)। বিশ্বকাপ বাছাইয়ের শুরুটাও দু’দলের দুই রকম। আফগানিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুরু কাতারের। অন্যদিকে বাংলাদেশের শুরু যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে। তারপরও এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো করার প্রত্যয় বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে’র। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভুটানের বিপক্ষে জিতে মানসিকভাবে চাঙ্গা ছেলেরা। আত্মবিশ্বাসের সঙ্গে আমরা ভালো খেলতে চাই।’
কাতার ম্যাচকে সামনে রেখে ভুটানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটিতে ৪-১ এবং অন্যটিতে ২-০ গোলে জিতেছে। তাই শিষ্য জামাল ভূঁইয়াদের নিয়ে জেমি ডে লড়াই করতে চান সমানতালে। তার কথা, ‘ এটা আসলেই আমার জন্য বিশাল এক ম্যাচ। কাতারের মতো দলের সঙ্গে কোচিং করানো সত্যি বড় পাওয়া। আমরা বিগত কয়েক দিন বেশ প্রস্তুতি নিয়েছি। আমরা ম্যাচের দিকে তাকিয়ে। আগামীকালের (আজ) ম্যাচকে ঘিরেই আমাদের সব প্রস্তুতি। ভুটানের বিপক্ষে জয়ের পর ছেলেরা বেশ উজ্জীবিত।’ প্রস্তুতি নিয়ে কোচ জেমি ডে বলেন, ‘প্রস্তুতি ভালো। ছেলেরা অসাধারণ ফিটনেসে রয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে আমরা খেলতে চাই।’ ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা ইনজুরিতে পড়েছিলেন। কার্ড সমস্যায় খেলতে পারবেন না আরেক ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তবে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন বাদশা-এমনটাই জানালেন জেমি, ‘বাদশা ইনজুরি থেকে ফিরেছে। সে ম্যাচে খেলতে পারবে।’ ম্যাচে লক্ষ্য নিয়ে কোচ বলেন, ‘আমরা হারের জন্য মাঠে যাব না এটা নিশ্চিত। নিজেদের সেরাটা দিয়ে পয়েন্ট কেড়ে নেয়ার চেষ্টা করব।’ বৃষ্টি বাংলাদেশের জন্য আশির্বাদ। যার প্রমাণ ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে। তাই প্রকৃতির সেই আশির্বাদ নিয়ে জেমির কথা, ‘বৃষ্টি বা ভারী মাঠ হলে আমাদের জন্য খানিকটা সুবিধা এটা স্বীকার করতেই হবে।’ গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কাতারের অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে অনূর্ধ্ব-২৩ আর জাতীয় দলের মধ্যে বিস্তর ফারাক বলেই মনে করেন জেমি, ‘কাতারকে এশিয়ান গেমসে হারালেও সেই দল আর এই দলের মধ্যে অনেক পার্থক্য আছে। ওই দলের মাত্র একজন ফুটবলার রয়েছে। তাই হালকা করে দেখার কিছুই নেই।’
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘এশিয়ার সেরা দল কাতার। তাদের বিপক্ষে ভাল খেলার চেষ্টা করবো। যদিও ম্যাচটি আমাদের জন্য কঠিন। যদি আমরা নিজেদের শতভাগ দিতে পারি, তাহলে ম্যাচে ভাল ফল করা আমাদের জন্য সম্ভব।’ তিনি যোগ করেন, ‘কাতারের বিপক্ষে ভারত ড্র করেছে। যদি ভারত ড্র করতে পারে, তাহলে আমরাও ভাল কিছু করতে পারবো।’ অভিজ্ঞতা সম্পর্কে এই অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আমার। সেই অভিজ্ঞতা জুনিয়র ফুটবলারদের ভাগাভাগি করব। কাতার বড় দল হলেও আমরা নিজেদের মাঠে সেরাটা দিয়েই লড়ার চেষ্টা করব।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status