বাংলারজমিন

সোনারগাঁয়ে গণধর্ষণ গ্রেপ্তার হয়নি ২ আসামি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে নারী পোশাক শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ৫ আসামি গ্রেপ্তার হওয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বাকি ২ আসামি এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এদিকে আটককৃত ৫ আসামিকে গতকাল দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে হাজির করলে আদালত প্রত্যেক আসামিকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকায় অবস্থিত রবিন ট্রেক্স গার্মেন্টে ফোল্ডিংম্যান হিসেবে কর্মরত ধর্ষিতা নারী শ্রমিক প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়া করে কাজ করতো। গত সোমবার সন্ধ্যায় গার্মেন্ট ছুটি হলে বাড়ি (গাউছিয়া) যাওয়ার জন্য একটি সিএনজিতে ওঠেন। সিএনজিটি গাউছিয়া পৌঁছলে সে গাড়ি থেকে নামতে চাইলে ধর্ষক জাহাঙ্গীর বাধা দিয়ে সিএনজির ড্রাইভারকে সোনারগাঁয়ের তালতলার দিকে আসতে বলে। এসময় ধর্ষক জাহাঙ্গীর (ধর্ষিতার) মুখে স্কচটেপ দিয়ে মুখ বন্ধ করে রাত সাড়ে ৭ টার দিকে ব্রাহ্মণগাঁও গ্রামের জনৈক আবদুল হালিম মিয়ার দো-চালা টিনের ঘরে নিয়ে যায়। সেখানে ৭ জন মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা আরো জানান, প্রথমে আবু সাইদ ও পর্যায়ক্রমে ইমরান, রনি মিয়া, আবুল হোসেন, আরিফ, মাসুম ও জাহাঙ্গীর পালাক্রমে একাধিকবার ধর্ষণ করে। পরে রাত ৩ টার দিকে বাড়ির মালিক হালিম বাহির থেকে ঘরে এসে ঘটনাটি দেখে বাঁধা দিলে ধর্ষকরা জোর করে আমাকে অন্যস্থানে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন তালতলা ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status