খেলা

আবার ঢাকায় আসছেন লিওনেল মেসি!

স্পোর্টস রিপোর্টার

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:৩২ পূর্বাহ্ন

আগামী ১৮ই নভেম্বর ঢাকায় ফিফার প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল টুইটার পেজে খবরটি নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ এ প্রীতি ম্যাচে লিওনেল মেসির খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। ঢাকায় মোট দুটি প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে। ১৫ নভেম্বর ভেনেজুয়েলার সঙ্গে অপর ম্যাচটি খেলবে তারা। ঢাকায় আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা জাতীয় দলের সফর সম্পর্কে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আর্জেন্টিনার বাংলাদেশ সফরের খবর বোরোতেই ফুটবলপ্রেমীদের কৌতূহল জেগেছে- লিওনেল মেসি দলের সঙ্গে আসবেন কিনা! আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেন্তে’র খবর যদি সঠিক হয় তবে আট বছর পর বাংলাদেশের মাটিতে আবারও প্রীতি ম্যাচ খেলতে দেখা যাবে আর্জেন্টিনা ও দলটির সবচেয়ে বড় তারকাকে। ২০১১ সালের সেপ্টেম্বরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে মেসির নেতৃত্বে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সে ম্যাচে আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে। এবার  মেসিদের ঢাকা সফরের সম্ভাবনা কতটুকু জানতে চাইলে বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বলেন ফিফটি-ফিফটি। তবে আর্জেন্টিনার অক্টোবর ও নভেম্বরে যে চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সে সিডিউলে ঢুকে গেছে ১৮ই নভেম্বরের ঢাকার ম্যাচটি। এ ধরনের ম্যাচ আয়োজন মানেই নানা দেন-দরবার। অংশগ্রহণকারী দল, এজেন্ট এবং আয়োজক দেশের মধ্যে এ আলোচনা হয়ে থাকে দফায় দফায়। হচ্ছে বাংলাদেশেও। আগামী দুই একদিনের মধ্যেই এজেন্টের সঙ্গে আরেক দফা আলোচনায় বসবে বাফুফে। এ আলোচনার জন্য ঢাকায় আসতে পারেন এজেন্ট প্রতিষ্ঠানের ভারতীয় প্রতিনিধিরাও। এ ম্যাচ নিয়ে তিন পক্ষেরই আছে বেশ কিছু শর্ত। এর মধ্যে বাংলাদেশের প্রধান শর্ত দলে মেসির নিশ্চয়তা। আর আর্জেন্টিনার প্রধান শর্ত নিচ্ছিদ্র নিরাপত্তা। বাফুফে নয়, সরকারের পক্ষ থেকে এ ম্যাচের অনুমতি দেয়ার সময়ও ‘মেসি থাকতে হবে’- এমন শর্ত দেয়া হয়েছে। এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ‘যে প্রতিষ্ঠান ঢাকায় এই ম্যাচ আয়োজন করবে তারা আমাদের কাছে অনুমতি ও নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে একটি চিঠি চেয়েছিল। আমরা তার উত্তর দিয়েছি। সেখানে বলেছি, আর্জেন্টিনা দলে মেসি থাকতে হবে। আসতে হবে আর্জেন্টিনার পূর্ণাঙ্গ দল। অপূর্ণাঙ্গ আর্জেন্টিনা দল আনার মানেই হয় না।’ এর আগে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীও একই রকম বক্তব্য দিয়েছিলেন, ‘টুইট (প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের) করার মানেই এটা নিশ্চিত নয় যে, আগামী ১৮ই নভেম্বর ঢাকায় (আর্জেন্টিনার) ম্যাচটি হবে। এখানে তিনটি শর্ত রয়েছে- নিরাপত্তা, টাকা ও তৃতীয়টি আমি এখনই বলছি না। এই তিনটি শর্ত আমরা পূরণ করতে পারলে প্রীতি ম্যাচটি হবে।’
২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচ আয়োজনে খরচ হয়েছিল ৩০ কোটি টাকার বেশি। আট বছর পর আর্জেন্টিনাকে আবার আনতে খরচ আরো বড় হবে সেটাই স্বাভাবিক। বাফুফের একটি সূত্র মতে এবার খরচ চলে যাবে চল্লিশ কোটির ওপরে। এ টাকার উৎস খুঁজবে এজেন্ট। তবে তাদের পৃষ্ঠপোষক খুঁজে দেয়ার বড় একটা দায় থাকবে বাফুফেরও। এটাও একটা শর্ত। বাফুফে সাধারণ সম্পাদক এ জন্যই এখনো ম্যাচটির বিষয়ে শতভাগ নিশ্চয়তা না দিয়ে বলছেন ফিফটি-ফিফটি। দুটি ফিফা ফ্রেন্ডলি হবে ঢাকায়; প্যারাগুয়ে-ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা-প্যারাগুয়ে। তবে বাফুফে সাধারণ সম্পাদক ১৫ই নভেম্বরের প্যারাগুয়ে-ভেনেজুয়েলার ম্যাচটি নিয়ে তেমন আশার কথা শোনালেন না। কারণ, আর্জেন্টিনা ম্যাচ নিয়ে পৃষ্ঠপোষকদের যে আগ্রহ থাকবে তেমনটা থাকবে না অন্য ম্যাচটি নিয়ে। এখন আর্জেন্টিনা-প্যারাগুয়ের মধ্যকার ১৮ই নভেম্বরের ম্যাচ নিয়ে বেশি আলোচনা। এদিকে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে ইউরোপে এ মাসে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আজ জার্মানির মুখোমুখি হবে তারা। এ দুটি ম্যাচ খেলে এশিয়া মহাদেশ সফরে আসবে ১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ১৫ই নভেম্বর সৌদি আরবে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আন্তর্জাতিক অঙ্গনে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচ দিয়ে মেসি জাতীয় দলে ফিরবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সৌদি আরব থেকে ঢাকায় পা রাখবে আর্জেন্টিনা দল।  ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশনের (এফভিএফ) অফিসিয়াল টুইটার পোস্টেও ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার খবরটি নিশ্চিত করা হয়েছে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status