খেলা

জয়ে টেস্ট সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:২৮ পূর্বাহ্ন

ওয়ালটন অনূর্ধ্ব ২১ হকি টেস্ট সিরিজে জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওমান অনূর্ধ্ব ২১ দলকে রীতিমতো ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের প্রথম কোয়ার্টারেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ২১ দল। পেনাল্টি কর্নার থেকে গোল পান অধিনায়ক আশরাফুল ইসলাম। ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন আরশাদ হোসেন। বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে স্বাগতিকদের ৩-০ গোলে এগিয়ে দেন সোহানুর রহমান সবুজ। দ্বিতীয়ার্ধে নাঈম উদ্দিন ও মাহবুব হোসেনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪২ মিনিটে ওমানের হয়ে একমাত্র ফিল্ড গোল করেন রাশেদ আল ফাজারি। ওমানের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আজ।
আগামী বছর ঢাকাতে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকি। এই আসরের প্রস্তুতিতেই ওমানকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুপুরে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের এ হকি সিরিজ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন ও ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর রশিদ শিকদার, সহ সভাপতি সাজেদ এ এ আদেল, যুগ্ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কামরুল ইসলাম কিসমত ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শাহ আলম সরদার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status