শেষের পাতা

মামলা ডিবিতে, ১০ ছাত্রলীগ নেতা রিমান্ডে

স্টাফ রিপোর্টার

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৯:১৮ পূর্বাহ্ন

গতকাল ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় আবরার হত্যা মামলার আসামিদের-নিজস্ব ছবি

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দশ নেতাকর্মীকে ৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকালে চকবাজার থানার এসআই কবীর হোসেন তাদের আদালতে হাজির করে প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্তরা হলেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার,  ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বুয়েট ছাত্রলীগের সদস্য মুনতাসির আল জেমি, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও ইসতিয়াক আহম্মেদ মুন্না। রিমান্ড শুনানি শেষে তাদের সবাইকে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। এদিকে মামলাটির উচ্চ তদন্তের জন্য চকবাজার থানা পুলিশ ঢাকা মহানগর  গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির লালবাগ জোনের এসি  মো: সিরাজুল ইসলাম।

গতকাল বিকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একটি প্রিজন ভ্যানে চকবাজার থানা পুলিশ আবরার হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১০ জন নেতাকর্মীকে ঢাকা মহানগর আদালতে হাজির করেন। নিরাপত্তার স্বার্থে চকবাজার থানা পুলিশ ও ডিবির ২ টি গাড়ি তাদের বহনকারী প্রিজনভ্যানকে কর্ডন করে নিয়ে যায়। আদালত প্রাঙ্গণেও ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। আদালতের এজলাসে উভয় পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন। এসময় চকবাজার থানার এসআই কবীর হোসেন ঢাকা মহানগর হাকিমের আদালতে গ্রেপ্তার হওয়া মামলার প্রত্যেক আসামির জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। রিমান্ড শুনানি শেষে এজলাস কক্ষে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হইচই শুরু হয়। পরে আদালতের হাকিমের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। রিমান্ড আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান আদালতকে বলেন, বাংলাদেশের মেধাবীদের অন্যতম বিদ্যাপীঠ বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ওই ১০ আসামি। তারা ঠান্ডা মাথায় খুন করেছেন। এই ১০ আসামি যে আবরার ফাহাদ হত্যা মামলায় জড়িত, তা ভিডিও ফুটেজে দেখা গেছে। ওই মেধাবি ছাত্র হত্যাকাণ্ডে গোটা দেশবাসী হতবাক। তিনি আরও বলেন, তারা ছাত্র নামের কলঙ্ক। আবরার ফাহাদকে হত্যা করার পর বীরদর্পে ঘুরেছে। ডাক্তারও ডাকেনি। তারা সবাই খুনি। একজন সহপাঠী আরেকজন সহপাঠীকে এমন নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারে? আবরার ফাহাদের কী দোষ ছিল? তারা খুনি। এই খুনের রহস্য উদঘাটনের জন্য প্রত্যেক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, আবরার হত্যাকাণ্ডের মামলার এজাহারভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, শামসুল আরেফিন রাফাত, মো. মনিরুজ্জামান মনির ও মো. আকাশ হোসেন। গতকাল রাতভর ঢাকার ধানমন্ডি, ডেমরা ও গাজীপুরের বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন, ডিবির এডিসি (দক্ষিণ) খন্দকার রবিউল আরাফাত। গ্রেপ্তার হওয়া রাফাত  মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। মনির বুয়েটের ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং ও আকাশ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এদিকে, ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) বিভাগের এক কর্মকর্তা গতকাল বিকালে মানবজমিনকে জানান, রিমান্ড প্রাপ্ত ১০ নেতাকর্মী চকবাজার থানা পুলিশের কাছে আবরারকে পিটিয়ে হত্যার বিষয়টি স্বীকার করেছে। ওই ঘটনায় আরও কয়েকজন বুয়েটের ছাত্রলীগের নেতাকর্মী জড়িত। তাদের সনাক্তের চেষ্টা চালাচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status