বাংলারজমিন

দাউদকান্দিতে মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:১৪ পূর্বাহ্ন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের কাছে কালাডুমুর নদী পুনঃখননের দাবিতে গতকাল সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কৃষি পরিবেশক আন্দোলন (কৃপা) সংগঠনের উদ্যোগে স্থানীয় জনগণের উপস্থিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কৃপার সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মতিন সৈকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম মিজান, শিক্ষক মাহফুজা আক্তার, মো. হাছান আলী ও চিকিৎসক আরিফ আহমেদ। অধ্যাপক মতিন সৈকত বলেন, ৩০ বছর ধরে কালাডুমুর নদী পুনঃখননের দাবিতে আন্দোলন করে আসছি। কালাডুমুর নদী ভরাট হয়ে যাওয়ায় কুমিল্লার দাউদকান্দিসহ, মুরাদনগর, চান্দিনা ও চাঁদপুরের কচুয়া উপজেলার নদীর দুই পাশে প্রায় ৫০ হাজার বিঘা জমির প্রায় ১৩ লাখ মণ বোরো ধান ফলনে প্রতি বছর মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হন নদী পাড়ের কৃষক। এ পর্যন্ত অসংখ্যবার মানববন্ধন, সংবাদ সম্মেলন, কোদাল মিছিল, প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status