বাংলারজমিন

কুলিয়ারচরে একরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৯ অক্টোবর ২০১৯, বুধবার, ৮:১৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে একরাতে তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারে চুরির এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কথা বলে জানা যায়, গত সোমবার (০৭/১০/২০১৯) দিবাগত রাতের কোনো এক সময় প্রথমে পার্শ্ববর্তী হাবিব মিয়ার স্টিলের দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে প্রতিভা কনফেকশনারি ও বিকাশ এজেন্টের দোকানের টিনের চাল কেটে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৪০ হাজার টাকা ১২-১৩ হাজার টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বডি স্প্রেসহ মূল্যবান কনফেকশনারি দ্রব্যাদি নিয়ে যায়। তাছাড়া কুলিয়ারচর বাজারের স্টেশন রোডের জিহাদ স্টোর ও আর্মি স্টোর নামক অপর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে একই কায়দায় প্রবেশ করে জিহাদ স্টোর থেকে নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং বিয়ের সামগ্রী বিক্রি করার দোকান আর্মি স্টোর থেকে নগদ ৩-৪ হাজার টাকা ও দোকানের মালামাল নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে আর্মি স্টোরের মালিক সার্জেন্ট (অব.) মোজাম্মেল হক, জিহাদ স্টোরের মালিক জোবায়ের ও প্রতিভা কনফেকশনারি দোকানের মালিক পরিতোষ চন্দ্র দাস এ প্রতিনিধিকে বলেন, আমরা প্রতি মাসে বাজারের পাহারাদারের বেতন দিই, তারপরেও চুরি অব্যাহত আছে। এর ৮-৯ মাস আগেও চুরির ঘটনা ঘটে। এ সময় জিহাদ স্টোর থেকে নগদ প্রায় ২৩ হাজার টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। থানা থেকে কয়েকশ’ গজ দূরে চুরির এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status