শেষের পাতা

দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি ফেরাতে নাটক: রিজভী

স্টাফ রিপোর্টার

৭ অক্টোবর ২০১৯, সোমবার, ৮:৫৩ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এতদিন পর সম্রাটকে গ্রেপ্তার দেখানোর নাটক মঞ্চস্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী যখন বৃহস্পতিবার ভারত সফরে যান তখন দেশের জনগণ আশা করেছিলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি, বাণিজ্য ভারসাম্য এবং সীমান্ত হত্যা সমস্যার সমাধান হবে। কিন্তু চুক্তিপত্র ও সমঝোতাগুলোতে এই প্রসঙ্গে কোন টু শব্দই আমরা দেখলাম না। এসব নিয়ে কোন কার্যকর আলোচনাই হলো না! দিল্লী বৈঠকে প্রধানমন্ত্রী তিস্তার পানি তো চাইতেই পারলেন না। বরং উল্টো ফেনী নদীর পানি দিয়ে আসলেন ভারতকে। তিনি বলেন, সমুদ্রবন্দর, ফেনী নদীর পানি এবং জ্বালানি সংকটময় দেশের গ্যাস ভারতের হাতে তুলে দেয়ার যে চুক্তি করা হলো, তা সুস্পষ্ট সংবিধান পরিপন্থী। চুক্তির ব্যাপারে সংসদসহ কোনো পর্যায়েই আলোচনা করেনি সরকার। তিস্তাসহ কোনো সমস্যার সমাধান করতে না পারলেও ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের নামে রংপুর-৩ আসনে প্রহসন হয়েছে। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status