এক্সক্লুসিভ

রিফাত হত্যা

পলাতক ৪ আসামির আত্মসমর্পণ

বরগুনা প্রতিনিধি

৭ অক্টোবর ২০১৯, সোমবার, ৭:৫১ পূর্বাহ্ন

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৮ আসামির মধ্যে ৪ জন গতকাল বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে তিন জনই কিশোর। আদালত তাদের সবার মালামাল জব্দের নির্দেশ দিয়েছিল তিন দিন আগে। আত্মসমর্পণকারীরা হলো- প্রিন্স মোল্লা (১৫), রাকিবুল হাসান রিফাত (১৫), আবু আব্দুল্লাহ রায়হান (১৬) এবং মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯)। রোববার সকালে  তারা বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। শুনানি শেষে এ আদালতের বিচারক মো. হাফিজুর রহামন জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী মোস্তফা কাদের জানান, আসামিদের জামিন শুনানি চলছে। গত ১লা সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে আদালত গত ১৮ই সেপ্টেম্বর পলাতক নয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নয়জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক একজন গত ২রা অক্টোবর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। আরও চারজন রোববার আত্মসমর্পণ করার পর চার আসামি এখনও পলাতক রয়েছেন। তারা হলেন- মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. মুসা (২২), অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে গঠিত অভিযোগপত্রের ৬ নম্বর অভিযুক্ত মো. নাইম (১৭), ৯ নম্বর অভিযুক্ত মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫) এবং ১০ নম্বর আসামি মো. সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহ (১৭)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status