বাংলারজমিন

শ্রীমঙ্গলে শিক্ষক-কর্মচারী ফোরামের সংবাদ সম্মেলন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

৬ অক্টোবর ২০১৯, রবিবার, ৮:৩৯ পূর্বাহ্ন

 শ্রীমঙ্গলে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন হতে অতিরিক্ত ৪% কর্তন বন্ধের দাবিতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম সংবাদ সম্মেলন করেছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকাল ৩টায় শ্রীমঙ্গল প্রেস ক্লাবের এমবিএ বেলাল-গোপাল দেব চৌধুরী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি বিমান বর্ধন। লিখিত বক্তব্যে বিমান বর্ধন বলেন, দেশের শতকরা ৯৭ ভাগ শিক্ষাব্যবস্থার মূল চালকের ভূমিকায় বেসরকারি শিক্ষকরা। শিক্ষকদের অমর্যাদা, লাঞ্ছনা ও বৈষম্যের শিকার করে মানসম্মত শিক্ষার প্রত্যাশা অমূলক। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আকর্ষণীয় বেতন-ভাতা, মর্যাদা ও সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা জরুরি। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার মানের নিম্নমুখী প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র গুণগতমানের মেধাবী শিক্ষকরাই পারেন এ থেকে উত্তরণ ঘটাতে। বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হলে শুধু শিক্ষকরাই উপকৃত হবেন না; এর সুবিধা ভোগ করবে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী ও সাবেক সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব কান্তি দাশ, শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সমপাদক মো. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কামরুল হাসান, মো. বিল্লাল হোসেন, মো. নুরুল হক, মো. আবু আজম, জাবেদ মিয়া, শামসুল আলম, মো. আবদুল্লাহ আল মনসুর, মো. ফারুক আহমদ, তারিক হাসান প্রমুখ শিক্ষক নেতারা।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status