ষোলো আনা

মা-ই প্রথম শিক্ষক

ষোলো আনা ডেস্ক

৫ অক্টোবর ২০১৯, শনিবার, ৭:৫৭ পূর্বাহ্ন

ছবিঃ নাসির উদ্দিন

'The hand that rocks the cradle rules the world', আমাদের জন্মলগ্ন থেকে জীবনের অনন্তকাল অবধি শুধু জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। আর জন্মের পরেই আমাদের সর্বপ্রথম যিনি শিক্ষক তিনি হলেন, ‘মা’। এমনকি নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব’। এখান থেকে বোঝা যাচ্ছে একজন মা কতটুকু প্রভাব ফেলে একজন সন্তানের ওপর। নবজাতকের মানসিক এবং মনোস্তাত্ত্বিক বিকাশ একজন মায়ের ওপর অধিক পরিমাণে নির্ভর করে। আর সন্তানের বেড়ে ওঠা থেকে তার চারিত্রিক গুণাবলি পর্যন্ত সব কিছু তার মায়ের দেয়া শিক্ষার ওপরই ভর করে গড়ে ওঠে। মা আমাদের প্রথম শিক্ষক। তিনি শেখান এক পা দু’পা করে হাঁটা। শেখান বুলি আওরানো। শেখান ভালো-মন্দের পার্থক্য। এই জ্ঞ্যানকে পাথেয় করে আমরা বয়ে চলি সারাটি জীবন। শিক্ষক হতে হলে শুধু ভালোবাসলেই চলবে না। করতে হবে শাসন। তেমনি মায়েরাও আমাদের শাসন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status