শেষের পাতা

প্যারিসে পুলিশ সদর দপ্তরে ছুরি হামলা, চার কর্মকর্তা নিহত

মানবজমিন ডেস্ক

৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

প্যারিসের কেন্দ্রীয় পুলিশ সদর দপ্তরে এক কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন অন্তত ৪ পুলিশ কর্মকর্তা। পুলিশের গুলিতে ওই হামলাকারী নিজেও নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত তার নাম প্রকাশ করা হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো সদরদপ্তরটি ঘিরে রেখেছে পুলিশ। ফ্রান্সে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিবাদে দিনব্যাপী কর্মবিরতি পালনের একদিন পরেই এমন হামলার ঘটনা ঘটলো।

সিএনএন জানিয়েছে, হামলাকারী ওই সদরদপ্তরে ২০ বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিল। তবে হামলার উদ্দেশ্য কী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টানার। তারা সেখানে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। প্যারিসের মেয়র অ্যানি হিডালগো টুইটারে লিখেছেন, বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন। নটরডেম ক্যাথেড্রালের কাছেই এ ঘটনা ঘটেছে। ফরাসি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীর বয়স ৪৫ বছর। ঘটনার সময় পুলিশ সদস্যদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়। বেশ কয়েকটি গুলির শব্দও শোনা গেছে এসময়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status