বাংলারজমিন

আখাউড়ায় জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ৮:১০ পূর্বাহ্ন

সীমান্তবর্তী উপজেলা আখাউড়ায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদক চোরাচালান আর ব্যবসা। কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে পারছেন না কেউ। কথা বললে তাদের ওপর রুষ্ট হচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আর সে ক্ষোভেই সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করেন ওই উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিটির বেশ কয়েকজন সদস্য। তাদের একজন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান- আইনশৃঙ্খলা কমিটির সভায় গিয়ে আমরা জনপ্রতিনিধিরা আইনশৃঙ্খলার বিষয়ে কোনো তথ্য দিলে তারা আমলে নেন না। মাদকের বিরুদ্ধেও কোনো কথা বলতে পারি না। কথা বললে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কারো কারো শরীরে যেন এটা লাগে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমীনা আক্তার রেইনার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status