ষোলো আনা

স্মরণ

মনে পড়ে তোমায়

ষোলো আনা ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:১৫ পূর্বাহ্ন

সৈয়দ শামসুল হকের জন্ম ২৭শে ডিসেম্বর ১৯৩৫ সালে। প্রখ্যাত এই বাংলাদেশি সাহিত্যিক কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় তার বিচরণ। তিনি ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। ১৯৮৪ সালে লাভ করেন একুশে পদক এবং ২০০০ সালে স্বাধীনতা পুরস্কার। সৈয়দ শামসুল হকের জন্ম কুড়িগ্রাম জেলায়। তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার ও মা হালিমা খাতুন গৃহিণী। তিনি আট ভাইবোনের মধ্যে সবার বড়।

তিনি ১৯৫১ সালে ম্যাট্রিক পাস করে মুম্বই পালিয়ে যান। সেখানে এক সিনেমা প্রডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন। বছর খানেক পর ফিরে এসে জগন্নাথ কলেজে ভর্তি হন। ১৯৫৪ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তবে শেষ করা হয়নি তার। ১৯৫৬ সালে পড়ালেখা ছেড়ে দেন এবং সে বছরই তার প্রথম উপন্যাস দেয়ালের দেশ প্রকাশিত হয়।

বাবার মৃত্যুর পর চিত্রনাট্য লিখে চলতে শুরু করেন। মাটির পাহাড়, তোমার আমার, শীত বিকেল, কাঁচ কাটা হীরে, ক খ গ ঘ ঙ, বড় ভালো লোক ছিল, পুরস্কারসহ আরও বেশকিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন। ১৯৭১ সালে নভেম্বর মাসে বাংলাদেশ ত্যাগ করে লন্ডন চলে যান। সেখানে বিবিসি’র বাংলা খবর পাঠক হিসেবে চাকরি গ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবরটি পাঠ করেছিলেন।

সৈয়দ হক প্রথিতযশা লেখিকা ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারা সৈয়দ হককে বিয়ে করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে। এছাড়া সৈয়দ হকের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে- এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে, খেলারাম খেলে যা ইত্যাদি। বিখ্যাত  এই ব্যক্তি ২০১৬ সালের ২৭শে সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status