শেষের পাতা

ফু ওয়াং ক্লাবে পুলিশের অভিযান

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:০৭ পূর্বাহ্ন

গত তিনদিন ধরে বন্ধ ফু ওয়াং ক্লাবে অভিযান চালিয়েছে ডিএমপি । দুই ঘণ্টা ধরে অভিযান চালালেও অবৈধ কিছু পায়নি পুলিশ। গতকাল বিকাল চারটায় তেজগাঁও এলাকার এই ক্লাবটিতে  অভিযান চালানো হয়। জানা যায়, রাজধানীর তেজগাঁও এলাকার ফু ওয়াং ক্লাবটিতে সবসময় থাকে জমজমাট অবস্থা। এখানে বার ছাড়াও জিমসহ ইনডোরের বিভিন্ন গেমের ব্যবস্থা রয়েছে। সন্দেহের ভিত্তিতে এই ক্লাবটিতে অভিযান চালালেও অবৈধ কিছু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন সংস্কার কাজ চলায় গত তিনদিন ধরে ক্লাবটি বন্ধ রয়েছে।

আর এই বন্ধ থাকার মধ্যেই ডিএমপির তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোন ক্লাবটিতে অভিযান পরিচালনা করেছে। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাসিনো ও জুয়া খেলাসহ নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগে ক্লাবটিতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু বন্ধ থাকায় ভিতরে কয়েকজন নিরাপত্তাকর্মী ও একজন কোষাধ্যক্ষ ছাড়া কাউকে পাওয়া যায়নি এখানে।

অভিযান শেষে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্লাবটিতে একটি বৈধ বার রয়েছে। ক্লাব কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কাগজপত্র দেখাতে পেরেছে। যাদের লাইসেন্স আছে তারাই একমাত্র এখানে এসে মদ বা লিকার খেতে পারেন। তিনি বলেন, এর বাইরে ক্যাসিনো বা জুয়া খেলার কোন ধরনের সরঞ্জাম এখানে আমরা পাইনি। তারপরেও আমরা খতিয়ে দেখছি তারা প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে কোন ধরনের অবৈধ কাজ করছে কিনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status