বাংলারজমিন

‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করে পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে জাবি ভিসি

জাবি প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৮:৫০ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগসহ নানা দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা উপেক্ষা করে ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। সোমবার বেলা তিনটার দিকে তিনি পদার্থ বিজ্ঞান বিভাগ ভবনের  পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এর আগে গত বুধবার জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগ দাবিসহ পরীক্ষা কেন্দ্রগুলোতে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন আন্দোলনকারীরা। পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক এম এ মামুন, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ। এর আগে দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘দুর্নীতিবাজ’ অ্যাখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা ও পদত্যাগের দাবিতে আবারো কালো পতাকা প্রদর্শন করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই ভয়ে দিনের শেষ সময়ে লুকোচুরি করে পরীক্ষা পরিদর্শনে গেলেন। আর দুটো ছবি তুলে ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে চলছে। আন্দোলনকারীরা আপনাকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে। তিনদিন অতিবাহিত হওয়ার পরেও আপনার অবস্থান পরিষ্কার না করে ধৃষ্টটা প্রদর্শন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা এই ধৃষ্টটার উচিত জবাব দেবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজাসহ বিভিন্ন বিভাগের ২১ জন শিক্ষক কর্মসূচিতে অংশ নেন। এছাড়া জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখা, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status