এক্সক্লুসিভ

সিলেটে সমাবেশ আজ

ব্যাপক ধরপাকড়ের অভিযোগ বিএনপির

ওয়েছ খছরু, সিলেট থেকে

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৫৭ পূর্বাহ্ন

সিলেটের বিভাগীয় সমাবেশের আগে নেতাকর্মীদের ধরপাকড়ের অভিযোগ করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা দাবি করেছেন গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ সিলেট জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে কমপক্ষে ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশ অতি উৎসাহী হয়ে এমনটি করছে বলে জানান তারা। এদিকে সিলেটের রেজিস্ট্রারি মাঠের আজকের সমাবেশস্থলে নির্মিত করা মঞ্চের পরিসর সংকোচিত করে দিয়েছে পুলিশ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ অভিযোগ করেন মঞ্চ নির্মাণের সময় সিলেট পুলিশের একটি দল রেজিস্ট্রারি মাঠে যায়। সেখানে তারা মঞ্চ নির্মাণে নতুন নির্দেশনা দেয়। এবং তারা সংকোচিত পরিসরে যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী মঞ্চ নির্মাণ করা হচ্ছে। কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চতুর্থ সমাবেশের আয়োজন করা হয়েছে সিলেটে। আজ দুপুরে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যে বিএনপি সমাবেশের আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে। গতকাল দিনভর নগরীর বিভিন্ন 
স্থানে লিফলেট নিয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় তারা সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত সিলেটের বিভিন্ন উপজেলায় লিফলেট বিতরণকালে বিএনপি অঙ্গ সংগঠনের ১২ জনেরও অধিক নেতাকর্মীকে আটকের খবর পেয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। এর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গণগ্রেপ্তারের নামে হয়রানি বন্ধ করে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা। বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, সমাবেশ বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে সিলেটের বিভিন্ন উপজেলাজুড়ে নেতাকর্মীদের ওপর গণগ্রেপ্তার চালানো হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যে লিফলেট বিতরণকালে জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাসুক আহমদ, ছাত্রদল নেতা রাশেদ আহমদ, জাকির আহমদ, তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদল নেতা মাওলানা বাহাউদ্দিন, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ ও চঞ্চল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রফিকে আটক করা হয়েছে। বিকালে তারা জানিয়েছেন, গ্রেপ্তারের সংখ্যা ২০ জনের অধিক। বিভিন্ন স্থানে লিফলেট বিতরণে বাধা দেয়া হচ্ছে। পাশাপাশি বিএনপির সমাবেশে যাতে উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত না থাকতে পারেন সে কারণে পরিবহন সমিতিকে গাড়ি না দিতে হুমকি দেয়া হচ্ছে। এদিকে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশস্থল ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ গতকাল দুপুরে পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবনের নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা মাঠ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা কয়েস লোদি, ফরহাদ চৌধুরী শামীম, এমদাদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল প্রমুখ। পরিদর্শন শেষে দলের সহ-সভাপতি ডা. জাহিদ অভিযোগ করেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করতে চায়। কিন্তু পুলিশ অতি উৎসাহী হয়ে ধরপাকড় চালাচ্ছে। তবে সিলেটের সমাবেশে সকল বাধা উপেক্ষা করে বেগম জিয়ার মুক্তির দাবিতে জনগণ উপস্থিত হবেন বলে দাবি করেন তিনি।
কাইয়ুম চৌধুরীর লিফলেট বিতরণ: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। সোমবার বাদ জোহর সিলেট-৩ আসনের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয় নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা মারকাজ মসজিদের সামনে থেকে আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে মারকাজ পয়েন্ট, সিলেট রেলগেইট, স্টেশনরোড, বাবনা পয়েন্ট, চাঁদনীঘাট, ভার্থখলা সহ সিলেট-৩ আসনের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে কীন ব্রিজ সংলগ্ন পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে দক্ষিণ সুরমা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। সমাবেশকে সফল ও সার্থক করতে তৃণমূল নেতাকর্মীদের মিছিল সহকারে সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status