এক্সক্লুসিভ

পিস্তল-শটগান ও গুলি উদ্ধার

চট্টগ্রামে যুবলীগ নেতা টিনুকে নিয়ে রাতভর অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৭:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে নিয়ে রাতভর অভিযান চালিয়েছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি শটগান, একটি ম্যাগাজিন ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সাথে টিনুর তথ্য অনুযায়ী তার সহযোগী জসিম উদ্দিনকেও গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দুপুর ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দু’জনই র‌্যাব হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান। তিনি জানান, নিয়ম অনুযায়ী আসামি ধরার পর থানায় মামলা ও আসামিকে হস্তান্তর করে র‌্যাব। রোববার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে নুর মোস্তফা টিনুকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় টিনুর কাছ থেকে একটা পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। এরপর নগরীর কাপাসগোলা এলাকায় টিনুর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখানে রাতভর তল্লাশি চালানো হয়। এ সময় একটি বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধারের পাশাপাশি টিনুর সহযোগি জসিম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। টিনুর বিষয়ে সর্বশেষ আপডেট জানতে চাইলে সোমবার দুপুর ২টায় র‌্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যামেপর কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনকে থানায় হস্তান্তর করা হবে। থানায় হস্তান্তর করার পর তাদেরকে পুলিশ আদালতে হাজির করবে। উল্লেখ্য, নুর মোস্তফা টিনু চট্টগ্রাম মহানগরের চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। এখন নিজেকে নগর যুবলীগ নেতা বলে দাবি করেন তিনি। চকবাজার এলাকা ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ট্যাক্সি-টেমপু স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেন টিনু এমন অভিযোগ রয়েছে। নগরীর চকবাজার-বাকলিয়া এলাকায় তার নিয়ন্ত্রণে কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ ও চকবাজার এলাকায় জমি দখল ও নিয়মিত চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান, র‌্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যামেপর কমান্ডার মেজর মেহেদী হাসান।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status