অনলাইন

‘নারায়ণগঞ্জের ফতুল্লায় আটক দু’ভাই জেএমবি’র সদস্য’

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কারমাঠ এলাকার একটি বাড়ি থেকে যে দুই ভাইকে আটক করা হয়েছে তারা জেএমবির সদস্য বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম৷ সোমবার বেলা সোয়া ১২টায় অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন৷

আটককৃত দুই ভাই হচ্ছে, ফরিদউদ্দীন রুমি (২৭) ও জামালউদ্দীন রফিক (২৩) এবং ফরিদউদ্দীনের স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৭)। ফতুল্লার ওই বাড়ির মালিক জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা৷ তিনি বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ছিলেন৷ আটককৃতরা তার দুই ছেলে ও পূত্রবধূ৷ দুই ছেলের মধ্যে ফরিদউদ্দিন রুমি ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক, জামালউদ্দিন রফিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র শিক্ষক এবং ফরিদের স্ত্রী ফোয়ারা অনু অগ্রণী ব্যাংকের কর্মকর্তা৷

কাউন্টার টেরোরিজমের প্রধান জানান, ফরিদউদ্দীন রুমিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ পরে তার দেওয়া তথ্যমতে নারায়ণগঞ্জের ফতুল্লার এই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়৷ এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে রুমির ভাই রফিককে। দুই ভাই নব্য জেএমবির সদস্য বলে জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ফতুল্লার এই বাড়ির ভেতরে বিস্ফোরক ডিস্পোজাল দল প্রবেশ করেছে৷ ভোর রাতে অভিযান শুরু করা হয়। আমরা দেখতে পাই এই বাড়িতে এক্সপ্লোসিভ বিভিন্ন আলামত রয়েছে৷ আমরা এগুলো উদ্ধার ও ডিফিউজ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি৷

তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকায় যে ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে ধরণের বিস্ফোরকের সাথে উদ্ধারকৃত আলামতের মিল এখানেও পাওয়া গেছে৷ আমরা আরও সার্চ করার পর বিস্তারিত বলতে পারবো৷

তিনি বলেন, যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত নব্য জেএমবির সদস্য৷ তারা কয়েকজনের নাম বলেছে যাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে৷
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ভেতরে কেউ নেই৷ এখানে যে থাকতো তাকে পার্শ্ববর্তী একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ এখানে দুই ভাই থাকতো৷

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অনেকগুলো ঘটনাতেই দেখিছি, ঢাকার পাশেই নারায়ণগঞ্জ৷ এটা ঢাকার খুব ক্লোজ জায়গা৷ আশেপাশে যেখানে স্বল্প আয়ের লোক বাস করে। জনসংখ্যার ঘনত্ব একটু বেশি। এসব জায়গায় অন্যের খবর তেমন একটা কেউ নেয় না। সেসব স্থানগুলোই জঙ্গি সদস্যরা বেছে নেয়৷
এদিকে বেলা ১২টা ৫৭ মিনিটে এবং ১টা ১০ মিনিটে বিকট শব্দে ২টি বোমার বিস্ফোরণ ঘটে ওই বাড়িতে। জানা গেছে, বাড়ির ভেতরে বোম্ব ডিসপোজাল টিম বোমা দুটি নিস্ক্রিয় করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status